বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ হামিদুল হক গতকাল বুধবার (২৬ জুন) পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) সুপ্রীমকোর্ট চত্বরে বাদ যোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত এই বিচারপতি ছিলেন ন্যায় বিচারের রোল মডেল। ন্যায্য কথায় অটল ও সাহসী এই বিচারপতি ছিলেন বিচার বিভাগের এক অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণে আদালত অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।
বিচারিক দায়িত্বপালনকালে পুলিশ রিমান্ড বিষয়ে ঐতিহাসিক রায়সহ বহু মাইলফলক রায় দিয়েছেন। পাশপাশি বাংলায় রায় লিখেও প্রশংসা অর্জন করেছেন তিনি।
এছাড়া সদ্য প্রয়াত এই বিচারপতির লেখা ‘বিচার প্রক্রিয়া : দেওয়ানী ও ফৌজদারী’ এবং ‘বিচার বিভাগে ৪৫ বছর’ বই দুইটি পাঠক নন্দিত।