গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ নিরঙ্কুশ জয় পেয়েছে আতিয়ার-জুলকদর পরিষদ। প্রতিদ্বন্দ্বী সুভাষ-আজগার পরিষদ থেকে সহ-সম্পাদক পদে একজন ও সদস্য পদে দুইজন নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আলহাজ মুন্সী আতিয়ার রহমান পেয়েছেন ১২৪ ভোট ও সম্পাদক পদে আলহাজ এম জুলকদর রহমান পেয়েছেন ১২৬ ভোট।
অপর নির্বাচিতরা হলেন মো. ফিরোজার রহমান (সহ-সভাপতি), কে এম সফিকুল ইসলাম (সহ-সভাপতি), সেকেন্দার আলী মাগদু (সহ-সম্পাদক), আব্দুল্লাহ আশিক জামান উপল (সহ-সম্পাদক), মো. মতিয়ার রহমান (লাইব্রেরি সম্পাদক) ও আবু হেনা মোস্তফা কামাল (ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক)।
নির্বাচিত সদস্যরা হলেন আনোয়ারুল ইসলাম সিকদার, রোকসানা খানম, সজল কান্তি বিশ্বাস, মাহবুব হাসান ও মো, নাবিল আহমেদ।
এর মধ্যে সহ-সম্পাদক আব্দুল্লাহ আশিক জামান উপল এবং সদস্য মাহমুদ হাসান ও মো. নাবিল আহমেদ সুভাষ-আজগার পরিষদ থেকে নির্বাচিত হন। অন্যরা আতিয়ার-জুলকদর পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২০১ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার ভোট দেন। এরমধ্যে একজন ভোটার ব্যালট পেপার জমা দেননি।