রাজধানীর তিন প্রধান সড়কে রিকশা বন্ধের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে রিকশা বন্ধের সিদ্ধান্ত স্থগিত এবং ওই তিন সড়কে রিকশা চলতে দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা।
রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, দুই সিটি কর্পোরেশনের মেয়রসহ মোট ১৭ জনকে।
হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রিটের শুনানি করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে রাজধানীর প্রধান দুই রুটের তিন সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন। সেগুলো হচ্ছে- গাবতলী থেকে মিরপুর রোড হয়ে আজিমপুর ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত প্রধান সড়ক।