যুক্তরাষ্ট্রের ওহিও’র একটি আদালতে সাবেক বিচারকের সাজা ঘোষণা করা হয়। নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইকে সুবিধা পাইয়ে দেয়ার কারণে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয় ওই নারী বিচারককে। কিন্তু সাজা শুনে ওই নারীর দুই পা অসাড় হয়ে আসে। ফলে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য।
জানা গেছে, রায় ঘোষণার সময় দোষী সাব্যস্ত সাবেক বিচারকের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন উপস্থিত অনেকেই। এমনকি তার বিচার চেয়ে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত টি-শার্ট পরেও এসেছিলেন কয়েকজন।
আর সেই বিষয়টি হজম করতে পারেননি হ্যামিলটন কাউন্টির সাবেক বিচারক ট্রাসি হান্টার। গত সোমবার তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। জানা গেছে, ২০১৪ সালে নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইকে সুবিধা দিয়েছেন তিনি।
তার আগে ২০১০ সালে তিনি বিচারক হিসেবে নিয়োগ পান। অভিযোগ ওঠার পর বরখাস্ত হন তিনি। আর দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হয়ে প্যারালাইজড হয়ে পড়েন।
তিনি প্যারালাইজড হয়ে পড়াপর কিছুক্ষণ আগেও ২৫ জনের বেশি মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এমনকি বিচারকের নির্দেশে স্লোগান না থামানোর জেরে একজনকে আটক করেছে পুলিশ।