ব্রাহ্মণবাড়িয়ায় জজ আদালতের বিচারকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে শিক্ষানবিশ এক আইনজীবী ও এক আদালত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে সোমবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শিক্ষানবিশ আইনজীবী আল মেহেদী হাসান, এবং জেলা ও দায়রা জজ প্রথম আদালতের স্টেনো টাইপিস্ট ফকরুল ইসলাম ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, বাঞ্ছারামপুরের মৃত রফিকুল ইসলামের স্ত্রী নার্গিস আক্তার তার স্বামীর ব্যাংকে রেখে যাওয়া টাকা তুলতে সাকসেশন সার্টিফিকেটের (উত্তরাধিকার সনদ) জন্য গত ২২ মে আদালতে মামলা করেন। কিন্তু মেহেদী ও ফকরুল জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচাকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া সাকসেশন সার্টিফিকেট তৈরি করে নার্গিসকে দেন।
এ ঘটনায় নার্গিস সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা