জালিয়াতির মাধ্যমে মায়ের সম্পত্তির জাল দলিল তৈরি ও তা ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছেলে-পুত্রবধূসহ তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এএফএম মারুফ চৌধুরী বুধবার (২৪ জুলাই) এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন- ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ মালিভিটার মো. গোলাম হোসেনের ছেলে মিলন, তার স্ত্রী শাহনাজ ও দলিল লেখক কামাল উদ্দিন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল। তিনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত মিলনকে দণ্ডবিধির পৃথক তিন ধারায় এক বছর করে তিন বছর এবং শাহনাজ ও কামাল উদ্দিনকে পৃথক দুই ধারায় এক বছর করে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, মিলনের মা মমতাজ বেগমের ঢাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহনুর মৌজার ২৫ শতাংশ জমির একটি জাল আমমোক্তারনামা সৃষ্টি করা হয়। মাকে দাতা দেখিয়ে এবং ছেলে মিলন গ্রহিতা সেজে আমমোক্তার সৃষ্টি করে। পরে আমমোক্তারনামা দলিল মুখে ওই জমি মিলন তার স্ত্রী শাজনাজকে লিখে দেন। দলিল লেখক কামালউদ্দিন এ কাজে সহায়তা করেন। এ ঘটনায় মমতাজ বেগম ২০১১ সালের ২৭ ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। ২০১৫ সালের ১৫ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।