গণপিটুনিতে জড়িতদের বিচারে পৃথক আইন তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন আইনজীবী ইশরাত হাসান। একইসঙ্গে রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু নিহত হওয়ার ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রিটে।
আজ রোববার (২৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে এই রিট করেন। বিচারাপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে রিটের শুনানি হতে পারে।
রিটে তাৎক্ষণিক ক্ষতিপূরণ হিসেবে রেণুর পরিবারকে আগামী ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি গণপিটুনির হাত থেকে রেনুকে বাঁচাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে রিটে গুজবসংক্রান্ত সকল পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার ওসিকে রিটে বিবাদী করা হয়।
উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে তাসলিমাকে হত্যা করেন স্থানীয় লোকজন। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি।
নিহত রেণুর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন রেণু।
দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। ১১ বছরের এক ছেলেও রয়েছে রেণুর। পরে এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা করেন নিহত রেণুর ভাগনে। এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা হৃদয়সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।