পুরান ঢাকার টিকাটুলীতে এক আইনজীবীর বাসায় শিশু গৃহকর্মী যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) শিশুটিকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)।
ওসিসিতে শিশুটির মা গণমাধ্যমকে বলেন, মাসখানেক আগে ১০ বছরের কন্যাসন্তানকে তাঁর এক আত্মীয় গৃহকর্ত্রীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেন। ওই গৃহকর্ত্রী দুই দিন আগে ফোন দিয়ে তাঁর মেয়েকে নিয়ে যেতে বলেন। পরে সেখান থেকে মেয়েকে মিরপুরের মণিপুরের বাসায় নিয়ে যান তিনি।
শিশুটির মা অভিযোগ করেন, বাড়ির গৃহকর্তা আইনজীবী শিশুটিকে মারধর ও যৌন নির্যাতন করছেন। তবে ওই গৃহকর্তার নাম তিনি জানেন না। ওসিসি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসিসির সমন্বয়ক বিলকিস বেগম বলেন, শিশুটির মানসিক সমস্যা দেখা দিয়েছে। সে কান্নাকাটি করছে। শারীরিক পরীক্ষার পর তার সম্পর্কে আরও জানা যাবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ওই গৃহকর্ত্রী বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়েছে। তিন দিন আগে তাঁর বাসা থেকে শিশুটিকে নিয়ে গেছেন তার মা।