জাতীয় মানবাধিকার কমিশনের নতুন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে সাবেক সিনিয়র সচিব নাছিমা বেগমকে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তৌফিকা আফতাব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, সাবেক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান ও সাবেক সচিব ড. নমিতা হালদারকে অবৈতনিক সদস্য করা হয়েছে।
উল্লখ্য, গত ১ জুলাই কমিটির চেয়ারম্যান কাজি রিয়াজুল হক দায়িত্ব ছেড়ে দিলে অভিভাবক শূন্য হয়ে পড়েছিল মানবাধিকার বিষয়ক জাতীয় সংস্থাটি।