পাবনায় আদালত চত্বর থেকে এক আইনজীবী এবং জামিন পাওয়া দুই আসামিকে অপহরণের পর মারধরের অভিযোগ উঠেছে বাদীপক্ষের বিরুদ্ধে।
জেলা জজকোর্ট চত্বরে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আইনজীবী সমিতি এবং পুলিশের তৎপরতায় দুপুর দেড়টার দিকে অপহরণকারীরা তাঁদের ছেড়ে দেয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন জানান, গতকাল চার্জশিট গঠনের দিন ছিল। শুনানি শেষে বিচারক দুই আসামি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামের আবু সাঈদ মোল্লা (৪০) এবং শহিদ মোল্লার (৩৭) জামিন মঞ্জুর করলে আসামিপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম চৌধুরী তাঁদের নিয়ে আদালত চত্বর থেকে বের হন। এ সময় বাদী তানমিরা ইয়াসমিন আলিফের বাবা আব্দুল লতিফের নেতৃত্বে ৯-১০ জন সশস্ত্র যুবক সাইদুল ইসলাম এবং ওই দুই আসামিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে রড দিয়ে মারধর করে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ জুলাই যৌতুক ও মারধরের অভিযোগে ঈশ্বরদী উপজেলার সাহাপুর গ্রামের তানমিরা ইয়াসমিন আলিফ বাদী হয়ে তাঁর স্বামী আবু সাঈদ মোল্লাসহ চারজনকে আসামি করে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।