এবার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন এই আদেশ দেন।
এদিকে, আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আইনজীবী লিয়াকত আলী লিটন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক উভয় মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে খালেদের গুলশানের বাসা ঘিরে রাখে র্যাব। এরপর সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বাসা থেকে একটি অবৈধ অস্ত্র, লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় আরও দুটি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও চারশ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া তার বাসার ওয়াল শোকেস থেকে নগদ ১০ লাখ ৩৪ হাজার টাকা জব্দ করে র্যাব।