চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটরিয়ামে বার্ষিক আন্ত: আইনজীবী ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসেবে ক্যারাম খেলার শুভ উদ্বোধন হয়।
সমিতির সভাপতি এ.এস.এম. বদরুল আনোয়ার মঙ্গলবার (১ অক্টোবর) ক্যারাম প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে স্বাগত বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।
উদ্বোধনকালে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, খেলাধুলা মনমানসিকতার বিকাশ ঘটায়। আমরা ক্রীড়াক্ষেত্রে নিজেদের অবস্থান সুদুঢ় করার জন্য প্রানবন্ত চেষ্টা চালিয়ে আসছি। আইনজীবী সমিতি খেলা ও সাংস্কৃতিক বিকাশে সকল প্রকার পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। প্রয়োজনে আরও অধিক কার্যকর ভূমিকা নিতে আমরা প্রস্তুত।
সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জেবুন নাহার লীনার পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইছহাক, সহসভাপতি মোহাম্মদ রফিকুল আলম, অর্থ সম্পাদক রফিকুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে মো. আলী ইয়াছিন, মো. জাহিদুল ইসলাম চৌধুরী, পাইরিন আকতার, মো. আরিফ উদ্দীন চৌধুরী, জয়নাল আবেদীন (সম্রাট), মোহাম্মদ আফজাল হোসাইন, মো. শাহেদ উল আলম সাইমন, মো. নাছির উদ্দীন রুবেল, আবদুল জব্বার, মো. রিয়াদ উদ্দীনসহ খেলায় অংশগ্রহণকারী বিজ্ঞ আইনজীবী। ক্যারাম খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।
রায়হান ওয়াজেদ চৌধুরী/চট্টগ্রাম প্রতিনিধি