আদালতের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার (৭৫)।
আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে হাইকোর্টের সিঁড়িতে ওই ঘটনার পর আহত জমির উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে তার আঘাত গুরুতর নয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আসিফ উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, “তিনি কপালের ডান পাশে এবং ডান চোখের নিচে আঘাত পেয়েছেন। তার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। তবে গুরুতর কিছু না।”
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য জমির উদ্দিন সরকার দুই দফায় (২০০১-২০০২) এবং (২০০২-২০০৯) জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।