দেশের বিভিন্ন জেলার ৯২টি আদালতে ৯২টি প্রিন্টার বরাদ্দ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট থেকে এসব সামগ্রী সংশ্লিষ্ট আদালতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বুধবার (৯ অক্টোবর) হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, এটা চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সব আদালতেই কম্পিউটার ও প্রিন্টার দেওয়া হচ্ছে। এর আগেও দেওয়া হয়েছে।
সাইফুর রহমান বলেন ‘বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সময়কালে সারাদেশের বিভিন্ন আদালতে ৩ শতাধিক কম্পিউটার ও প্রিন্টার সরবরাহ করা হয়েছে।’