ভুটানের বিচারিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২৮ জন আইনজীবী।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আইন, বিচার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেলো ল’ইয়ার্সের সমন্বয়ক মোহাম্মদ মাসুদ মিয়া এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ মাসুদ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সার্বিক সহযোগিতায় ২৮ জন আইনজীবী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রয়েল ভুটানের বিচারিক ব্যবস্থা, সংসদীয় পদ্ধতি, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড অফিস পরিদর্শন করেছেন। এছাড়া ভুটানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত জিসনু রয় চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা মতবিনিময় করেছেন।
তিনি বলেন, ভুটানের সংসদীয় ব্যবস্থা জানতে ভুটানের সংসদের ডিরেক্টর দুবা এর সাথে বৈঠকে মিলিত হই। বৈঠকে ১৯৭১ সালে বিশ্বের প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশ হিসেবে তাদেরকে ধন্যবাদ জানানো হয়। বৈঠক শেষে বাংলাদেশের ঐতিহ্য রিকশা এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ উপহার হিসেবে প্রদান করা হয়।
মাসুদ মিয়া জানান, পরবর্তীতে সুপ্রিম কোর্টের সিনিয়র জাস্টিস প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) দাসু কিনলে সেরিং-এর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ছবি এবং আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ তুলে দেয়া হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফেলো ল’ইয়ার্সের সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ ছাড়াও সংবাদ সম্মেলনে আইনজীবী আব্দুল্লাহ আল হারুন রাসেল, মো. ইফতাবুল কামাল অয়ন, রোকসানা পারভীন কবিতা, তুষার রায়, মো. মেহেদেী হাসান, মীনা রানী দে, তামান্না আফরিন, মোহাম্মদ আতিকুর রহমান, ঈসমাইল ভূইয়া, মমতাজ মৌ, মোহাম্মদ সাইফুল আলম, জগলুল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।