ভারতীয় সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর পর দেশের নতুন প্রধান বিচারপতি পদে নিয়োগ পেলেন বিচারপতি এসএ বোবদে। আগামী ১৮ নভেম্বর প্রধান বিচারপতি পদে শপথ নেবেন তিনি।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) তাঁকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করলেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিচারপতি এসএ বোবদের পুরো নাম শরদ অরবিন্দ বোবদে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর পরে সুপ্রিম কোর্টের প্রথা মেনে পরবর্তী প্রবীণতম বিচারপতি হিসেবে বোবদের নাম প্রধান বিচারপতি হিসেবে প্রস্তাব করেন।
২০০০ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে বম্বে হাইকোর্টে যোগ দেন এসএ বোবদে। ২০১২-য় মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম প্রস্তাব করেন দেশের ৩৯তম প্রধান বিচারপতি আলতামাস কবীর। ২০১৩-য় তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের মামলাতে ইন-হাউস প্যানেলের সদস্য ছিলেন তিনি। একাধিক বন্ধ দরজার আড়ালে শুনানির পর বোবদের নেতৃত্বাধীন ইন-হাউস প্যানেল রঞ্জন গগৈকে নিরপরাধ ঘোষণা করে। এছাড়া বাবরি মসজিদ জমি মামলাতেও পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য এসএ বোবদে। সূত্র- এই সময়