ইন্দোনেশিয়ার প্রধান বিচারপতির আমন্ত্রণে একটি সিম্পোজিয়মে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আগামীকাল ৪ নভেম্বর থেকে আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার বালিতে ‘তৃতীয় ইন্দোনেশিয়ান সাংবিধানিক কোর্ট আন্তর্জাতিক সিম্পোজিয়ামে’ যোগদানের উদ্দেশ্যে শনিবার (২ নভেম্বর) রাতে প্রধান বিচারপতি ঢাকা ত্যাগ করেন।
এ বিষয়ে আপিল বিভাগের এক প্রশাসনিক আদেশে বলা হয়, এ সফরে প্রধান বিচারপতির সহধর্মিণী সামিনা খালেক এবং হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান প্রধান বিচারপতির সফরসঙ্গী হবেন।
পাশপাশি আগামী ৬ নভেম্বর অথবা নিকটবর্তী তারিখে প্রধান বিচারপতি দেশে ফিরবেন বলে প্রশাসনিক আদেশে বলা হয়েছে।