সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান

সুপ্রিম কোর্টে আইনজীবী ফোরামের পকেট কমিটি হবে না: খন্দকার মাহবুব

সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পকেট কমিটি হবে না উল্লেখ করে সংগঠনের আহ্বায়ক ও সর্বোচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সুপ্রিম কোর্টে আমরা সঠিক নেতৃত্ব দিতে চাই। আমাদের এখানে পকেট কমিটি গঠন হবে না। যারাই ভোটার হবেন তারা স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।

সারাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে রোববার (৩ নভেম্বর) বিকেলে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন আইনজীবী ফোরামের আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে খন্দকার মাহবুব হোসেন বলেন, সুপ্রিম কোর্টে আমরা সঠিক নেতৃত্ব দিতে চাই। আমাদের এখানে পকেট কমিটি গঠন হবে না। যারাই ভোটার হবেন তারা স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।

তিনি বলেন, আইনজীবী সমাজে এতদিন নেতৃত্বের অভাব ছিল। আগামী দিনে সেই নেতৃত্বের অভাব পূরণ করে সারাদেশে যে আন্দোলন হবে, সেই আন্দোলনে বর্তমান সরকারের পতন হবে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আইনজীবীরা আইনের শাসনে বিশ্বাস করি। আইনজীবীদের নিয়ে আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব। আইনজীবী সমাজ গণতন্ত্রের পক্ষে এবং বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য শক্তিশালী আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, জনগণ ও আইনজীবীরা সম্মিলিতভাবে গণআন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবেন। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন। তিনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আইনজীবীরা সদস্য হয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম চলছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। যারাই সদস্য হবেন তারা আগামী নির্বাচনে নিজ নিজ জেলায় কমিটিতে ভোট দেয়ার যোগ্য হবেন।

এ সময় উপস্থিত ছিলেন- আইনজীবী ফোরামের সদস্য সচিব ফজলুর রহমানের, যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমদ আজম খান, মাসুদ আহমদ তালুকদার, ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এম. আতিকুর রহমান, ফাইয়াজ জিবরান মঈন, এম. মাসুদ রানা ও জামিউল হক ফয়সাল প্রমুখ। এ ছাড়া সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইনজীবী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে, মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে রংপুর বিভাগে, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের নেতৃত্বে সিলেট বিভাগে, নিতাই রায় চৌধুরী বরিশাল বিভাগে, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে ঢাকা বিভাগে, সানা উল্লাহ মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে, মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে কুমিল্লা বিভাগে, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে খুলনা বিভাগে এবং আবেদ রাজা ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।