পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।
আজ রোববার (১৭ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ রিট করেন।
রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী তানভীর আহমেদ বলেন, রিট আবেদনের ওপর বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।