আইন শিক্ষার গুণগত মানোন্নয়নে স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রয়োজন উল্লেখ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে বঙ্গবন্ধু আইন বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। সেটা হবে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।
আজ শনিবার (৭ ডিসেম্বর) বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমি বিশ্বাস করি আইন শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিবেশী রাষ্ট্রের মতো একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ‘বঙ্গবন্ধু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি’ নামের বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শান্তি ও উন্নয়নের জন্য ন্যায়বিচার’ শীর্ষক জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি ও সচিব গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্টের বিচারপতি এবং সারাদেশ থেকে আগত বিচারকরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।