বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে পরিষ্কার ও দূষণমুক্ত পরিবেশ এবং দেশজুড়ে বিপজ্জনক বর্জ্যমুক্ত পর্যটন নিশ্চিত করতে সারাদেশে যথাযথ প্রশাসনিক কার্যক্রম নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব ও কক্সবাজারের জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট জুলহাস উদ্দীন আহমেদ ও শেখ ওমর শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
এর আগে, ট্রাভেলার্স অব বাংলাদেশ গ্রুপের এক সংগঠক ‘সেন্টমার্টিন থেকে ৫৫৫ কেজি বর্জ্য পরিষ্কার’ শীর্ষক একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই প্রতিবেদনে বলা হয়, দেশের একমাত্র প্রবালদ্বীপ টেকনাফের সেন্ট মার্টিন থেকে ৫৫৫ কেজি প্লাস্টিকের বর্জ্য পরিষ্কার করেছেন ৩৯ জন স্বেচ্ছাসেবী।