অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি (ফাইল ছবি)

সুপ্রিম কোর্টে ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাযে জানাজা দুপুর একটায়

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পীর নামাযে জানাজা আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

চার দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

এর আগে, গত ২৮ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পী। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক জানান, ২৬ ডিসেম্বর ফজিলাতুন নেসা বাপ্পিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ ডিসেম্বর তাকে আইসিউতে নেওয়া হয়। আজ সকালে তার অবস্থার আরও অবনতি হয় এবং সকাল সাড়ে আটটায় তিনি মৃত্যুবরণ করেন।

ফজিলাতুন নেসা বাপ্পির পারিবারিক বন্ধু ও সাংবাদিক প্রভাষ আমিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাপ্পির লাশ মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে তার বাসায় নেওয়া হচ্ছে। সেখান থেকে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দুপুর একটায় লাশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। এরপর বিকালে জানাজার উদ্দেশ্যে লাশ নেওয়া হবে জাতীয় সংসদ ভবন এলাকায়। এরপর বিকাল সাড়ে তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। ছিলেন জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।