সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্যপদের জন্য আবেদনপত্র আহবান করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আগ্রহীদেরকে হাইকোর্টের সাময়িক সনদপত্রসহ অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছে।
এবিষয়ে গত ৩১ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএম মাহাবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
এতে জনোনো হয় ২০১৯ সালে যেসব আইনজীবী সনদপ্রাপ্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এবং ২০২০ সালের ১৫ এপ্রিল যাদের সনদ প্রাপ্তির বয়স এক বৎসর অতিবাহিত হবে কেবল তারাই আবেদন করতে পারবে।