সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সিনিয়র সচিব ফয়েজ আহম্মদ এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ দেয় সরকার।
রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে নিয়োগ দেন। গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি এ বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করে জনপ্রশান মন্ত্রণালয়। ফলে একজন চেয়ারম্যানসহ পিএসসির বর্তমানে সদস্য সংখ্যা হলো ১৬ জন।