ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণিদের সুরক্ষায় বৈদ্যুতিক সংযোগ বন্ধ ও আহত বানর গুলোকে সুচিকিৎসা দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
পিপল ফর অ্যানিমেল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান ডাকযোগে এই নোটিশ পাঠান। সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের সংশ্লিষ্ট ১০ জনের প্রতি এ নোটিশ পাঠানো হয়েছে।
বিভিন্ন পত্রিকায় ‘অসহায় বন্যপ্রাণী বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাচ্ছে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ নোটিশ পাঠানো হয়েছে।
গত ৭ জানুয়ারি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহের ফুলবাড়িয়া সন্তোষপুর বনাঞ্চলে পল্লী বিদ্যুতের কভারবিহীন তারে ঝলসে আহত হচ্ছে বানর। গেল এক সপ্তাহে ৮-১০টি বানরের হাত, পা, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গুরুতর আহত হয়। এরপরও পদক্ষেপ না নেয়ায় হুমকির মুখে পড়েছে বনাঞ্চলের প্রাণিরা।
নোটিশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী শিহাবুদ্দিন খান জানান, নোটিশ পাওয়ার পর বানরের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।