পোস্টমর্টেমের (ময়নাতদন্ত) নির্ভরযোগ্য রিপোর্ট নিশ্চিত করতে পর্যাপ্ত সুবিধা সম্বলিত আধুনিক মর্গ এবং করোনার ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট আইন কেন প্রণয়ন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি জনাব এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ এবং ব্যারিস্টার মোঃ শফিকুল ইসলাম।
আদেশের বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ জানান, আগামী চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, হিমেল মাহবুব নামের এক ব্যক্তি হাইকোর্টে এ বিষয়ে একটি রিট আবেদন দায়ের করেন।
আবেদনে বলা হয়, ফরেনসিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকেই বলে আসছেন, অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতিতে রয়েছে দেশের হাসপাতলগুলোর মর্গ। এ জন্য একটু বড়, আধুনিক, প্রয়োজনীয় সরঞ্জামসমেত ও জনবলযুক্ত মর্গ জরুরি।