আইনজীবী সহকারী কাউন্সিল (ল ক্লার্ক) আইন পাসের দাবিতে কর্মবিরতি দিয়ে রাজপথে নেমেছেন আইনজীবীদের সহকারীরা। সুপ্রিম কোর্টসহ দেশের সব আইনজীবী সহকারীরা এতে অংশ নিয়েছেন। এ সময় তারা সুপ্রিম কোর্ট চত্বর থেকে মৎস ভবন হয়ে প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। যদিও সোমবার বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কর্মবিরতি পালনের কথা বলা হয়েছিল।
আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলমের পরিচালনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সহকারী সমিতির সভাপতি এবিএম গোলাম রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ, খন্দকার মো. শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, হাকিমুর রহমান, শ্রী অরুণ কান্তি আইচ, ঢাকা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ঢাকা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি মো. মাহতাব উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন ও সংগঠনে প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।