৪২টি দেশীয় খেলা তালিকাভুক্ত করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) বিল ২০১৯ জাতীয় সংসদে পাস হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলের ওপর দেওয়া জনমত, যাচাই–বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শেষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
১৯৮৩ সালের অধ্যাদেশকে আইনে রূপান্তর করতে বিলটি আনা হয়েছে। বিলের তফসিলে ৪২টি দেশীয় খেলা তালিকাভুক্ত করা হয়েছে। সেগুলো হলো- হাডুডু, ডাংগুলি, গোল্লাছুট, সাতচাড়া, মোরগ লড়াই, বৌছি, ইচিংবিচিং, কানামাছি ভো ভো, দাঁড়িয়াবান্ধা, এক্কা–দোক্কা, কুতকুত, রুমাল লুকানো, ওপেনটি বায়োস্কোপ, ফুল টুকা, দড়িলাফ, বিস্কুটদৌড়, সুই–সুতাদৌড়, তৈলাক্ত বাঁশে ওঠা, কলাগাছে ওঠা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, বালিশযুদ্ধ, রশি টানাটানি, ষাঁড়ের লড়াই, গরুর গাড়ির দৌড়, ঘোড়দৌড়, বস্তাদৌড়, বালিশবদল, বলীখেলা, লুডু, পাঞ্জা লড়াই, লাটিম খেলা, গুলতি ছোড়া, ভেলাবাইচ, গুটি খেলা, তির-ধনুক খেলা, চাকা দৌড়ানো, মার্বেল খেলা, কড়ি খেলা, হাঁড়িভাঙা, হাঁস খেলা ও ব্যাঙদৌড়।