পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে পাহাড় কাটায় দুই ব্যবসায়ী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে শুনানি শেষে অফিস আদেশের মাধ্যমে এ জরিমানা ধার্য করে অধিদপ্তর।
আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভূসম্পত্তি (এস্টেট) শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী, নিরাপত্তা প্রধান মো. বজল হক, গাছ ব্যবসায়ী মো. হানিফ ও মো. বজল অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দেন। তাঁরা প্রত্যকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত পাহাড় কেটে রাস্তা তৈরি করার বিষয়টি স্বীকার করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ অনুযায়ী, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের জন্য প্রাথমিকভাবে ১২ লাখ ২৫ হাজার টাকা পরিবেশগত ক্ষতি মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৯ লাখ ৫ হাজার, মো. হানিফ ১ লাখ ৬০ হাজার টাকা ও মো. বজলকে ১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। আগামী সাত কার্যদিবসের মধ্যে অধিদপ্তরের সদর দপ্তর বরাবর টাকা জমা করতে হবে। পাশাপাশি আদেশে এ ধরনের অপরাধ না করার জন্য অঙ্গীকারনামা দাখিলে জন্য নির্দেশ করা হয়।