দোকানের তাকে সাজানো আইসক্রিমের পাত্র। সেগুলো একটি একটি করে খুলে খানিকটা চেটে আবার তাকে রেখে দিচ্ছেন এক যুবক। ২০১৯ সালের গ্রীষ্মের ওই ঘটনার এই ভিডিও অনলাইনে প্রকাশের পর তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে মানুষ মজা পেলেও যুবকের এই কাণ্ডে বেজায় চটেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মজা করে পাত্র থেকে আইসক্রিম চেটে খাওয়ায় ওই যুবককে কারাগারে যেতে হয়েছে।
টেক্সাসের পোর্ট আর্থারের বাসিন্দা আদ্রিয়ান কুইন অ্যান্ডারসন ‘অপরাধমূলক দুষ্টুমির’ জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালতে দোষী সাব্যস্ত হন। আধা গ্যালন (প্রায় দুই লিটার) ভ্যানিলা ব্লু বেল আইসক্রিমের খানিকটা চেটে খাওয়ার জন্য তাঁকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেফারসন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় গত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আদ্রিয়ান কুইন অ্যান্ডারসনকে ১ হাজার মার্কিন ডলার জরিমানা এবং ১ হাজার ৫৬৫ ডলার ক্ষতিপূরণ দিতে হবে ব্লু বেল নামের আইসক্রিম কোম্পানিকে। আইসক্রিম চেটে খেয়ে রেখে দেওয়ায় অ্যান্ডারসন ভোক্তা অধিকার লঙ্ঘন করেছেন।
গত অক্টোবরে অ্যান্ডারসন নিজেই ওই আইসক্রিম চাটার দৃশ্য ভিডিও করেন এবং অনলাইনে ছেড়ে দেন। ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেন।