ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী সহ-সভাপতি ও বিভিন্ন সম্পাদকীয় পদে জিতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। মোট ১৫টি পদের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলের প্রার্থীরা ৯ পদে জয়লাভ করে। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের প্যানেলের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৬টিতে জয়লাভ করে।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) এই নির্বাচন শেষে রাতে নির্বাচন কমিশনার এ্যাডভোকেট দীনেশ চন্দ্র দাস ফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আবু ওমর খালেদ ও জসিম উদ্দিন মৃধা নির্বাচিত হন। বিএনপি সমর্থিত অন্য বিজয়ীরা হলেন: সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সম্পাদক অডিট এয়ার আলী, সম্পাদক ক্রীড়া, সংস্কৃতিক ও আপ্যায়ন সেক মতিয়ার রহমান ও কার্যনির্বাহী পরিষদ সদস্য হাবিবুর রহমান হাফিজ।
আওয়ামী লীগের নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি বশীর আহমেদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সম্পাদক অর্থ ইব্রাহিম হোসেন, সম্পাদক তথ্যপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ মুহাম্মদ ইনজামামউল হক, সম্পাদক প্রচার প্রকাশনা ও গ্রন্থাগার সমির কুমার দাস ও কার্যনির্বাহী পরিষদ সদস্য বদিউজ্জামান বাবুল, আতিয়ার রহমান, শাহ্ আবু জাফর ও সাহেদুল আলম আরজু।