ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ব্যক্তির নাম কামরুল হাসান (৩৯)।
র্যাব-৭-এর গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা এএসপি মাহমুদুল হাসান বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে কামরুল হাসানকে আটক করা হয়। তাঁকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব-৭-এর অপারেশন অফিসার মাশকুর রহমান বলেন, আটক ব্যক্তি ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে গুজব ছড়ান যে হালিশহর এলাকার চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু খোঁজ-খবর নিয়ে এমন তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। গুজব ছড়ানোর অভিযোগে কামরুলকে আটক করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকা থেকে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আনোয়ার হোসেন (৩৫) নামের একজনকে আটক করে পুলিশ।