সুপ্রিম কোর্ট শিশু অধিকার কমিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন আজ ৫ এপ্রিল। করোনা উদ্ভুত পরিস্থিতিতে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কিভাবে সহজ আইনগত সহায়তা দেয়া যায় সে সম্পর্কে আলোচনা হয়।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কমকে নিশ্চিত করেছেন।
বৈঠকে অংশ নিয়েছিলেন শিশু অধিকার কমিটি চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী; কমিটির সদস্য- বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের প্রতিনিধি।
শিশু আদালত কিভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের জামিনের দরখাস্ত নিষ্পত্তি করতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে কমিটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।