ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীন আরও ১০ কারারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষায় তাদের ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তারা জিঞ্জিরা ২০ শয্যা হাসপাতাল, মুগদা হাসপাতাল ও মিরপুরে সরকারি বরাদ্দ করা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ওই কারারক্ষীরা পুরান ঢাকার কারাগারে দায়িত্ব পালন করতেন। তাদের দায়িত্ব ছিল অসুস্থ বন্দিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। কিছুদিন আগে প্রথম এক কারারক্ষী করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার সংস্পর্শে যারা ছিলেন তারাসহ পুরান ঢাকার কারাগারে থাকা আরও বেশ কয়েকজনের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) করোনা পরীক্ষা করা হয়। আইইডিসিআরের ফলাফলে তাদের করোনা পজিটিভ এসেছে। করোনা পজিটিভ নিয়ে যেসব কারারক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন সবসময় তাদের খোঁজ-খবর রাখা হচ্ছে।