করোনা সংকটের কারণে অধস্তন আদালতে ভার্চ্যুয়ালি কার্যক্রম পরিচালনার পদ্ধতি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর ফেনীতে আসামিদের জামিন আবেদন গ্রহণ ও শুনানির জন্য দুইটি ভার্চ্যুয়াল কোর্ট গঠন করা হয়েছে। ফলে এখন থেকে ফেনীর আইনজীবীরাও অনলাইনে জামিনের আবেদন করতে পারবেন। অংশ নেবেন শুনানিতে।
১১ মে সোমবার ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্দেশ্যে দুইটি ভার্চুয়াল কোর্ট গঠন করেছে ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম।
ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূইয়া উপজেলা নিয়ে ভার্চুয়াল কোর্ট ১ গঠন করা হয়। উক্ত কোর্টে বিচারকের দায়িত্ব পালন করবেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেন।
পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে ভার্চুয়াল কোর্ট ২ গঠন করা হয়। উক্ত কোর্টে বিচারকের দায়িত্ব পালন করবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
ভার্চুয়াল কোর্ট ১- এ ই-ফাইলিং এর জন্যই ইমেইল cjmcourt.feni@gmail.com এবং মোবাইল নম্বর – ০১৭১৯৩৫৭২৭২।
ভার্চুয়াল কোর্ট ২- এ ই-ফাইলিং এর জন্যই ইমেইল cjmcourt.feni@gmail.com এবং মোবাইল নম্বর – ০১৭১৯৩৫৭২৭২।
সংবাদ- শ্রীকান্ত দেবনাথ, ফেনী আদালত প্রতিনিধি।