বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রেজ্জাক খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) থেকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আরেক সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই খান পান্না) বলেন, আব্দুর রেজাক খান এবং তাঁর স্ত্রীও করোনায় আক্রান্ত। দুজনেই হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালে ঢাকা জজ আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।