রাজধানীর ছয়টি হাসপাতলে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা করোনা চিকিৎসার সুযোগ পাচ্ছেন।
আজ সোমবার (২৯ জুন) সমিতির দপ্তর সম্পাদক এডভোকেট এইচ এম মাসুম ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, করোনার প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ টেস্ট করতে জজ কোর্ট এলাকায় নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন ও ছয়টি হাসপাতালে সদস্যদের চিকিৎসা সুবিধা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়।
সেই আবেদনে সাড়া দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, আনোয়ার খান মডার্ন হাসপাতাল, উত্তরার ইস্ট ওয়েস্ট হাসপাতাল, শমরিতা হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও বারডেম জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সুবিধা প্রদানের সুপারিশ করেছে।
এজন্য ঢাকা আইনজীবী সমিতির পক্ষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হোসেন আলী খান হাসান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।