সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন আইনজীবী সমিতির (বার) আরও ৫ জন আইনজীবী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এসব আইনজীবীরা হাসপাতালে ও নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিম কোর্ট ও বিভিন্ন আইনজীবী সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
স্ত্রী ও মাসহ করোনায় আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঈনুদ্দিন রুবেল। তারা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জের লাখাই উপজেলা কৃতি সন্তান অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম আক্রান্ত হয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নতুন আক্রান্তের তালিকায় রয়েছেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও রোটারিয়ান অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুও আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।
মুন্সিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শহিদ হোসেন ঢালীও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত সুপ্রিম কোর্টের কমপক্ষে আরও ২৭ জন আইনজীবী প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন এলাকার ১৩ জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।