সুপ্রিম কোর্টসহ সারা দেশের সকল আদালত খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ আইনজীবী পরিষদ। বুধবার (১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনের চত্বরে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বলেন, ‘আমাদের দাবির প্রেক্ষিতে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন প্রধান বিচারপতি। এরপর কিছু আইনজীবীর দাবির কারণে ৩০ জুন পর্যন্ত ভার্চ্যুয়াল আদালত চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। তবে এখন আর এটি অব্যাহত রাখা যায় না। ভার্চ্যুয়াল আদালতের কারণে সুপ্রিম কোর্টের প্রায় ১০ হাজার এবং ঢাকা আইনজীবী সমিতির ২৫ হাজারের বেশি সদস্য খুবই দুরবস্থার মধ্যে আছেন। এছাড়াও সারা দেশব্যাপী সকল বারের প্রায় ৬৫ হাজার আইনজীবী সমস্যায় আছেন। আদালত বন্ধ থাকায় বিচারপ্রার্থীরাও ভোগান্তিতে রয়েছেন।’
জুলাই মাস থেকে নিয়মিত আদালত চালু না হলে আইনজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আইনজীবীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এ সময় আইনজীবীরা নিয়মিত আদালতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে দেশের আদালত খুলে দেয়ার দাবিতে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।