মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে ঈদের ছুটিতে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাগণসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।