অবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে ফের আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্ট সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত আবেদনে বলা হয়, গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ৭টি প্রস্তাবনা আপনাকে (প্রধান বিচারপতি) অবগত করা হয়েছে। ওই সভার ৭টি প্রস্তাবনা পর্যালোচনা করে গতকাল ২৬ জুলাই কমিটির সভায় বর্তমান প্রেক্ষাপটে পুনরায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আপনাকে বিনীত অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আবেদনে আরো বলা হয়, নিয়মিত আদালত চালু করা বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিমত জানানো হলেও সুপ্রিম কোর্ট এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেছে কি-না সে বিষয়ে আমরা অবগত নই। নিয়মিত আদালত চালুর পূর্বপ্রস্তুতি গ্রহণের বিষয়ে সমিতির প্রস্তাবনাগুলো বিবেচনাযোগ্য কিনা তাও জানা যায়নি।
অস্থায়ী ভিত্তিতে চালু থাকা ভার্চ্যুয়াল আদালতে সময়ের সীমাবদ্ধতা, মামলা দায়ের, কার্যতালিকায় আনা এবং আদেশ প্রেরণের ক্ষেত্রে আইনজীবীরা যেসব প্রক্রিয়াগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার কোন দৃশ্যমান সমাধান পাননি বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এমতাবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির বিগত ৮ জুলাই প্রেরিত প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে পুনরায় প্রধান বিচারপতির সুচিন্তিত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।