আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (২৭ জুলাই) আইনজীবীদের নিয়ন্ত্রক ও সনদ দানকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার সচিব সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বেলা একটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার জন্য ইস্যু করা প্রবেশপত্র দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে।
এছাড়া রোল নাম্বার অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের নামসহ বিস্তারিত শিডিউল এবং অন্যান্য নির্দেশনা পরবর্তীতে ঘোষণা করা হবে যা বার কাউন্সিলের ওয়েবসাইটে (http://www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।
তবে ২০১৮ সালের ১৯ ডিসেম্বরের আগে একবার লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণরা দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই বলে বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।