জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভা করেছে অ্যাটর্নি জেনারেল অফিস।
শনিবার (১৫ আগস্ট) ভার্চ্যুয়াল এ সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনায় অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ, একেএম আমিন উদ্দিন (মানিক), বিপুল বাগমার, অমিত দাস গুপ্ত, বিএম আবদুর রাফেল, গিয়াস উদ্দিন আহমেদ ও মো. আসাদুজ্জামান মনির প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকাণ্ডে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।