সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে মেডিয়েশন অ্যাওয়ার্ড দিয়েছে আফ্রিকা-এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশন।
গতকাল শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী আফ্রিকা-এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের আন্তজার্তিক অনলাইন কনফারেন্সে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে মেডিয়েশন অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তজার্তিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
মেডিয়েশন অ্যাওয়ার্ডের মূল্যমান হিসেবে একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়।
বিচারপতি মোহাম্মদ ইমান আলী মেডিয়েশন অ্যাওয়ার্ড পাওয়ার প্রতিক্রিয়ায় বলেন, আমি সম্মানিত বোধ করছি।
আন্তর্জাতিক এই মেডিয়েশন কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
স্বাগত বক্তব্য রাখেন আফ্রিকা-এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী। আফ্রিকা-এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের রিপোর্ট পাঠ করেন সংগঠনটির সেক্রেটারি মিস প্রিয়াংকা চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আফ্রিকা-এশিয়া মেডিয়েশন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস মেডলিন কিমি।
কনফারেন্সটি সুপ্রিম কোর্ট বার ভবন অডিটোরিয়াম থেকে প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়।