‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই সমর্থনযোগ্য নয়’

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘যখনই কোনো অপরাধীর বিচার করবেন না, তাদের প্রশ্রয় বা দায়মুক্তি দেবেন, তখন অপরাধীরা ভেবে নেয় অপরাধ করলে কিছুই হয় না, করে যাই। তবে আইনের প্রশ্নে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনভাবেই সমর্থনযোগ্য নয়।’

শনিবার (২২ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রেজাউল করিম বলেন, ‘বিচার বিভাগের কার্যকরভাবে স্বাধীন সত্ত্বা নিয়ে কাজ করার জায়গা আছে। একাডেমিকালি বিচার বিভাগ এখন কার্যত সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগকে শক্তিশালী করতে হলে প্রয়োজন শক্তিশালী বার (আইনজীবী সমিতি)। তবে বারের রাজনীতির প্রভাব কিছু কিছু সময় এতো বেশি হয়ে যায়, তখন মনে হয় এটি কোন রাজনৈতিক কার্যালয় হয়ে গেছে। এই অবনতি সম্প্রতি ঘটেছে। এই অবনতি থেকে আমাদের উত্তরণ অবশ্যই প্রয়োজন, না হলে আমাদের বিচার বিভাগ থাকবে না।’

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী আরও বলেন, ‘বিচার বিভাগ যদি স্বাধীন ও শক্তিশালী না হয়, তাহলে সে দেশের গণতন্ত্র ও সুশাসন অর্থবহ হবে না। বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতায় ভীষণভাবে বিশ্বাস করে। আমার পক্ষে রায় এলে ঠিক আছে নইলে ঠিক নেই, বিচার বিভাগ নিয়ে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঞ্চালনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ সমিতির সাবেক ও বর্তমান নেতারা।