সিলেট জেলা আইনজীবী সমিতির অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ পরিচালনার লক্ষে ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সভা অনুষ্ঠিত।
আইনজীবী সমিতির সভাকক্ষে রোববার (২৩ আগস্ট) বিকেলে ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপত্বি করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন। সমিতির সহ-সমাজ বিষয়ক সম্পাদক ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটর সদস্য এডভোকেট মোঃ আজমল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সম্পাদক ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, এডভোকেট মোঃ রেদওয়ানুল ইসলাম, এডভোকেট আবু ফাহাদ।
সভায় সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২০ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক যেসকল আইনজীবীগণ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে নাম তালিকাভুক্ত করতে পারবেন। খেলায় অংশগ্রহণ করতে আগ্রহী আইনজীবীর নাম, প্রতিযোগিতার নাম ও মোবাইল নম্বর সমিতির লাইব্রেরী কক্ষে রক্ষিত রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করতে পারবেন। তবে বর্ণিত তারিখের পর নাম তালিকাভুক্ত করা হবে না।