নকল কোর্ট ফি বিক্রির সময় ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের সহকারী হিসাব রক্ষককে আটক করা হয়েছে। তাঁর নাম- আলফাজ।
এ সময় তাঁর কাছ থেকে আড়াই লাখ টাকার জাল কোর্ট ফি উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৯ আগস্ট) ঢাকা কর আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় আলফাজকে জাল কোর্ট ফি বিক্রি করার সময় হাতে নাতে ধরে ফেলি। তার নিকট থেকে আনুমানিক ২,৫০,০০০ টাকার জাল কোর্ট ফি উদ্ধার করা হয়।
জানা গেছে, এ ঘটনায় ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন এর পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং রমনা মডেল থানায় সোপর্দ করা হয়। মামলার প্রস্তুতি চলছে।