আটক
আটক (প্রতীকী ছবি)

আন্দোলনরত ২ শিক্ষানবিশ আইনজীবী আটক

করোনা পরিস্থিতিতে আসন্ন ২৬ সেপ্টেম্বর বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনরত দুইজন শিক্ষানবিশ আইনজীবীকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামটরে অবস্থিত বার কাউন্সিলের অস্থায়ী ভবনের সামনে থেকে তাদের তুলে নিয়ে যায় রমনা থানা পুলিশ।

আটককৃতরা হলেন- নওগাঁ বারের শিক্ষানবিশ আইনজীবী শামিমুর রেজা রনি এবং পঞ্চগড় বারের আবু সাদাত মো. ওয়াকিলুজ্জামান।

সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক সুমনা আক্তার লিলি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৭ ও ২০২০ সালে বার কাউন্সিলের আইনজীবী সনদ পরীক্ষার এমসিকিউতে উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় লিখিত পরীক্ষা মওকুফ করে শুধুমাত্র ভাইবা পরীক্ষা নিয়ে কিংবা গেজেটের মাধ্যমে সরাসরি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন করেছেন গত জুলাই থেকে।