আদালত অঙ্গনে এবং এজলাসে প্রবেশকালে সদস্যদের নিজের পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। ফলে এখন থেকে আদালত প্রাঙ্গণে অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বারের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী খান (হাসান)- এর বরাত দিয়ে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে সমিতির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট মাসুম জানান, আদালতে প্রাঙ্গণে এবং আদালতে শুনানির সময় ঢাকা আইনজীবী সমিতির সকল সদস্যকে বারের পক্ষ থেকে পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। ঢাকা আইনজীবী সমিতিতে বর্তমান সদস্য সংখ্যা ২৫ হাজারেরও বেশী। এতো অধিক সংখ্যক আইনজীবীকে শনাক্ত করার জন্য পরিচয়পত্রের বিকল্প নেই।
প্রসঙ্গত, সম্প্রতি কুমিল্লা ও চট্টগ্রামে অন্য আইনজীবীর পরিচয়পত্র ব্যবহার করে আইন পেশায় নিয়োজিত দুই টাউটকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে আইনজীবী সেজে সাধারণ বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তারা। এ প্রেক্ষিতে ঢাকা আইনজীবী সমিতিকে টাউট-দালালমুক্ত রাখতে বারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।