ঢাকার আদালত প্রাঙ্গণে আইনজীবী সেজে বিচারপ্রার্থীর সাথে মামলার তদ্বির করার সময় আবারো হাতেনাতে আটক হয়েছে সুফিয়া খানম রিমি (মৌ) ওরফে রিমি জাহান (২৯) নামের এক নারী টাউট।
ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সমিতির সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট খালেদুর রহমান।
আটকের বিষয়টি নিশ্চিত করে সমিতির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এইচ এম মাসুম ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, ওই নারী আইনজীবী নন, সমিতির সদস্যও নন। কিন্তু আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত সাধারণ বিচারপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
অ্যাডভোকেট মাসুম বলেন, ঢাকা জজ আদালতের সামনে বিচারপ্রার্থীর সাথে মামলার তদ্বির করার সময় আজকে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। সমিতির পক্ষ থেকে ওই নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, সুফিয়া খানম রিমি মৌ ওরফে রিমি জাহানকে ২০১৯ সালের ৫ মে ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটি আটক করেছিল। সে সময় তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করে সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল।